****************************************** -“ কি গো মন্দিরে যাবে না ?” স্ত্রী শান্তার প্রশ্ন শুনে ভট্টাচার্য্যি মশাই ঘড়ির দিকে আড় চোখে চাইলেন। সাড়ে আটটা। এতক্ষনে তাঁর মন্দিরে এক প্রস্থ পুজো হয়ে যায়। ঠাকুরকে স্নান করিয়ে , ফল ,মিষ্টি আর নকুলদানা দেয়াও সম্পন্ন হয়। আর তার জন্য পুরোহিত রমানাথ ভট্টাচার্য্যকে উঠতে হয় ভোর সাড়ে পাঁচটায়। আজ অবশ্যি উঠে পড়েছেন …