********************************** ভোটের প্রচার সেরে বাড়ি ফিরে যদুনাথ সরকার আরামকেদারায় শরীরটা এলিয়ে দিল। খুব পরিশ্রম যাচ্ছে কদিন। এই বয়সে কি আর এত ধকল সহ্য হয় ? তার সাথে এত রকমের ব্যবসা। সেগুলোতে দৃষ্টি রাখতে হয়। আর দৃষ্টি রাখতে হয় সুনির্মালের ওপর। নিজের লোক যে এত বেইমান হতে পারে তা সুনির্মালকে না দেখলে সে বুঝতে পারতো না। …
*পথের কাঁটা – শান্তনু মুখার্জ্জী (জয়)*
