সাহায্যের হাত – শান্তনু মুখার্জ্জী (জয়)

IMG_20191223_153751.jpg


************************************
লেকে মর্নিং ওয়াক করার সময় দেখতে পেলাম জুতো দুটো। দৌড়ে গিয়ে বুঝলাম তারপরে রয়েছে একটা গোটা শরীর। কোনো ভাবে পা পিছলে পড়ে গিয়েছেন।

দেহের খানিকটা জল স্পর্শ করে আছে আর পা দুটো ওপরে।

বেশি ভাবার সময় ছিল না। দু পা ধরে টান মারতেই শরীরটা খানিকটা উঠে এল। ভদ্রলোক উঠে বসলেন । বয়স আন্দাজ পঁয়ষট্টি। একটু স্থূলকায়। পরনে নীল টি শার্ট আর ট্র্যাক প্যান্ট। মাথায় লাল টুপি।

ভদ্রলোক আমার দিকে কৃতজ্ঞতার হাত বাড়িয়ে দিয়ে বললেন, “ধন্যবাদ দেখতে পাইনি । পা হড়কে পড়ে গেছিলাম। আপনি রোজ আসেন না বুঝি?”

আমি একটু অবাক হয়ে বললাম, “মানে রোজ এত সকালে ঘুম ভাঙে না । এই গত কালকেই আসবো ভেবেছিলাম কিন্ত সকাল নটায় ঘুম ভাঙল। তা আপনার লাগে নি তো”

ভদ্রলোক আমার শেষ প্রশ্নের উত্তর না দিয়ে মুখ দিয়ে একটা আক্ষেপ সূচক শব্দ বের করে বললেন , “ইশ । কাল এলেন না! বাজে মিস হয়ে গেল।”

কি বলে লোকটা। পাগল নাকি ? কি মিস হলো ?

আমি এবার একটু ব্যঙ্গ করে বললাম , “কি মিস হলো? আপনি কি রোজ ই পড়ে যান নাকি ?”

ভদ্রোলক মাথা নাড়িয়ে বললেন, “আহা তা নয় …”

কথা শেষ করতে পারলেন না। কারণ পেছন থেকে আরেকজন আমায় ডেকেছেন।

-“দাদা। ও দাদা”

আমি চমকে পেছনে তাকালাম।

একটা শাল মুড়ি দেয়া লোক। আমার দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে তাকিয়ে।

আমি ফিরতেই আমায় ধমকের সুরে বললো, “ওখানে বসে একা একা কি বকবক করছেন ? উঠে আসুন। জায়গাটা ভয়ানক পিছল। কালকেই এই সময় এক বৃদ্ধ এখান থেকে পিছলে পড়ে যান। দু ঘন্টা পর তার বডি পাওয়া যায়। তাড়াতাড়ি চলে আসুন।”

আমি আঁতকে উঠে ঘুরে তাকালাম। কেউ কোথাও নেই। শুধু জলের ওপর দিনের প্রথম আলো পড়ে চিক চিক করছে। আর কাদার মধ্যে আটকে যে জিনিসটা উঁকি দিচ্ছে সেটা একটা লাল টুপি ছাড়া কিছুই না।
*************************
শান্তনু মুখার্জ্জী (জয়)
#SantanuStory

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *